info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি সাইন্স এনেক্স ভবন চত্বরে ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি

image for ঢাবি সাইন্স এনেক্স ভবন চত্বরে ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘Career Festival & Research Fair’ আগামী ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার সাইন্স এনেক্স ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান, ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা আয়োজক কমিটির আহ্বায়ক, সদস্য-সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং এই মেলা সফল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।