info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে কলেজ অধ্যক্ষের উপর হামলা

ফরিদপুরে কলেজ অধ্যক্ষের উপর হামলা
ফরিদপুরে কলেজ অধ্যক্ষের উপর হামলা

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

দক্ষিনাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল ইসলাম উপর হামলার ঘটনা ঘটেছে  বুধবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তার পৌছালে মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় হামলার মঞ্জুরুল ইসলাম গুরুতর আহত হন এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা জানান, মাথায় আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনো শংকামুক্ত হন

এদিকে, কলেজ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজ ও সরকারী রাজেন্দ্র কলেজে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী কর্মচারীরা  বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে শিক্ষার্থী শিক্ষকেরা অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার বিচারের দাবী করেন এসময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী লায়লা আফরিন, সাদিয়া সুলতানা, মাবিয়া হায়দার, হাসনা জাহান, রামিম ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খালদুজ্জামান মিঠু, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল, কলেজ শিক্ষক মাসুদ ইকবাল, বদিউল আরম সুজন, মোছাদ্দেকুর রহমান প্রমুখ 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে