ঢাবি প্রতিনিধি:
রোকেয়া
দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল গতকাল ১৫ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো
র্যালি, বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও
বৃত্তি প্রদান প্রভৃতি।
এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রোকেয়া হল
মিলনায়তনে ৩৭তম বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক
ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের
স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক
ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম.
জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘রোকেয়ার সময়’
শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির
উপাচার্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন অধ্যাপক
ড. পারভীন হাসান। আলোচনায় অংশ নেন রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক
ড. তাজমেরী এস এ ইসলাম এবং অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। এসময় প্রক্টর
অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ,
রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষবৃন্দ, অ্যালামনাই, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহীয়সী নারী
বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নারী শিক্ষায়
তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের
অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বেগম
রোকেয়ার উত্তরসূরী। জ্ঞানের আলো সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তিনি
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
গণিত বিভাগের ছাত্রী জয়ন্তী ঘোষ
এবছর বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক লাভ করেছেন।
মেধাবৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, রিয়া সাহা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ
বিজ্ঞান), ফারিয়া শারমিন (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট), রিফা
সানজিদাহ (প্রাণিবিদ্যা), অর্পিতা সাহা (ফলিত রসায়ন ও কেমিকৌশল), তানজিমা
বুশরা রাইয়ান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), নাদিয়া ফারজানা সুমাইয়া এবং
সাদিয়া আকতার সুরাইয়া (ইন্টারন্যাশনাল বিজনেস)। সাধারণ বৃত্তিপ্রাপ্ত
ছাত্রীরা হলেন, মিথিলা ফারজানা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রুকাইয়া
পারভীন লাবনী (অণুজীব বিজ্ঞান), মারিয়াম মালিহা (গ্রাফিক ডিজাইন), মুনশি
মুস্তারিন জামাল প্রমা (অর্থনীতি) এবং মোসা. সারা মনি (ভূগোল ও পরিবেশ)।
এছাড়া, কল্যাণ বৃত্তি পেয়েছেন পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্রী মোছা.
মৌসুমী আক্তার।