info@desherkhabor24.com

+8801821554477

আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত

image for আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত

ঢাবি প্রতিনিধি:
দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন আজ ২১ সেপ্টেম্বর ২০২৫  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শেষ হয়েছে। সমাপনী দিনে “ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ: ব্যাংক গবর্ন্যান্সের প্রভাব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন আহমেদ এনামুল হুদা, ব্যাংক এশিয়ার এমডি সোহাইল আর.কে.হোসেন, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন এবং পূবালী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে আমরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। শিক্ষা ও গবেষণাকে আমরা সব ধরনের রাজনীতির উর্ধ্বে রাখতে চাই। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
 
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দু’দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিবাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক '।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ জন গবেষক ১০৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।