info@desherkhabor24.com
+8801821554477
আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের
পাটগ্রাম উপজেলা আঙ্গরপোতা তিনবিঘা করিডোরে আন্তর্জাতিক সীমানা আইন অমান্য
করে কাটা তারের বেড়া নির্মানের করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
(বিএসএফ)।
গতকাল
১০ জানুয়ারি (শুক্রবার) সকালে বাংলাদেশী বিজিবি ও এলাকাবাসীর বাধা উপেক্ষা
করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটা তারের বেড়া নির্মাণ করে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয়রা
জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভু-খণ্ডের বাইরে এসে দহগ্রাম
ক্লাব পাড়া এলাকার আন্তর্জাতিক পিলারের ৮/৪১ এস পিলারের অভ্যন্তরে
শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু
করে ভারতীয় বিএসএফ। এসময় স্থানীরা কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে
প্রতিবাদ শুরু করে। পরে বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়। এ অবস্থায়
সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হয়েছে।
জানা
যায়, আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের
উভয়দিকের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া
কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা
আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, এ ঘটনা
জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান
বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ পরে আবারও বিএসএফের অধিক পরিমাণ
সদস্যদেরকে নিয়ে এসে একপর্যায়ে ক্ষমতা খাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ
করেন।
এলাকার
শফিকুল ইসলাম জানান, কাল হঠাৎ করে বিএসএফ সীমান্তে কাটা তারের বেড়া
দেন,বিজিবির সদস্য ও আমরা গ্রামবাসী বাধাঁ দিলে কাজ বন্ধ রাখে। আজকে আপাতত
পরিস্থিতি স্বাভাবিক আছে৷
উক্ত বিষয়ে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) উমর খসরু জানান, গতকাল পরিচালক পর্য়ায়ে কথা হয়েছে তারা কাজ বন্ধ করে চলে গেছেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
Subscribe to our newsletter and never miss an update! Get the latest news, exclusive insights, and special offers delivered straight to your inbox. Join our community today and be the first to know about exciting developments!
Copyright © Desherkhabor24 All Rights Reserved