info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

মাহবুব পিয়াল, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ইলিশ মাছ অতিরিক্ত দামে বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মাছের আড়তে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয় দামের অসংগতি কেনা-বেচার পাকা ভাউচার না থাকার অপরাধে দুই আড়তে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত

বৃহস্পতিবার সকালে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নের্তৃত্বে এই অভিযান চলে

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ জানান, গত কয়েক দিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে ফরিদপুরে ইলিশের দাম বেশি সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রচার হয় আজ সকালে জেলা প্রশাসকের নির্দেশে বৈষম্য বিরোধীছাত্রদের উপস্থিতিতে জেলার বড় মাছের আড়তে অভিযান চালানো হয় এখানে ইলিশে মাছের দাম নিয়ে অসংগতি লক্ষ্য করা গেছে তাছাড়াও আড়ত গুলোতে ইলিশ মাছ কেনা-বেচার পাকা ভাউচার দেখাতে না পারার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই আড়ত কে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি তাদের মাছের মুল তালিকা সংশোধন করতে বলা হয় এসময় ইলিশ মাছ প্রতি কেজি ১শ থেকে দেড়শ টাকা কমে যায় হাজী শরিয়াতুল্লাহ বাজারের রূপালী ইলিশ আড়তের মালিক হারুন সরকার দুর্গা আড়ৎ এর মালিক মনোজ কে এই জরিমানা করা হয়

এদিকে ইলিশ মাছ অতিরিক্ত দামে বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন জেলার ক্রেতা সাধারন। তারা প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার জোর দাবী জানান।