info@desherkhabor24.com

+8801821554477

তাঁতশিল্পের প্রচার ও প্রসারে ফরিদপুরে তিন দিন ব্যাপী‘ বিবি’র মেলা’ শুরু

image for তাঁতশিল্পের প্রচার ও প্রসারে ফরিদপুরে তিন দিন ব্যাপী‘  বিবি’র মেলা’ শুরু

মাহবুব পিয়াল,ফরিদপুর :
বাংলাদেশের তাঁত শিল্পের প্রচার ও প্রসারে ফরিদপুরে তিন দিন ব্যাপী বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের অম্বিকাময়দানে ৬,৭ও ৮ ডিসেম্বর তাঁত ও লোক শিল্পের প্রচার ও প্রসার এবং গবেষণার আত্মপ্রত্যয়ী প্রতিষ্ঠান কৈফিয়ার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা মেলায় অংশ গ্রহন করছেন।


শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন অনুষ্টানের  প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল। এছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্টানে সমকাল উপদেষ্টাসম্পাদক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান,শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন মডেল অভিনেতা ও উদ্যোক্তা অন্তু করিম, কৈফিয়ার স্বত্ত্বাধীকারী রওশন আরা দীপ্তি উপস্থিত ছিলেন। ।


সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলায় হস্ত ও লোকশিল্পেরঐতিহ্য ও সাংস্কৃতি উপস্থাপন এবং বিপনন করা হবে। কৈফিয়ার স্বত্ত্বাধীকারীরওশন আরা দীপ্তি বলেন,তরুন উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের তাঁত ও লোক শিল্পের সংকট সমাধান ও সম্ভাবনা দুয়ার খুলে দিতে বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। একই সাথে নতুন উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। সেই সাথে গুনীজন সম্মাননাও প্রদান করা হবে।


তিনি বলেন, বিশেষ আকর্ষন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল এর উপস্থিতি। সঙ্গে থাকছে বিবি’র বিষ্ময় “বিবি’র গামছা।”প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা মেলায় অংশ গ্রহন করছেন।