info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

image for ফরিদপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: 
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পোরদিয়া হাই স্কুল মাঠে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার বিকালে পোরদিয়া আড়োয়াডাঙ্গী  যুব সমাজের  উদ্যোগে অনুষ্টিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর মেট্রোপলিটিন পুলিশের এডিশানাল ডিআইজি মোঃ জাহিদ হোসেন ভুঁইয়া পিপিএম বার।


আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন মরহুম  আনসার আলী মিয়ার সহধর্মিনী  জহুরা খাতুন। 


কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেনের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্যে রাখেন ফরিদপুর  পিবিআই পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান, পোরদিয়া আড়োয়াডাঙ্গী  যুব সমাজের প্রতিনিধি মো: সাব্বির হোসেন,স্থানীয়  ইউপি সদস্য আলমগীর হোসেনসহ অন্যান্যরা।


মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে বাংলা টাইগার, নাইন এলেভেন, শহীদ আবু সাঈদ ক্লাব, নাইন স্টার ও পদ্মা নাইন স্টার ক্লাব অংশ নিচ্ছে।


উদ্বোধনী ম্যাচে  নাইন এলেভেল ২- ০ গোলে বাংলা টাইগারকে হারিয়েছে।