info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে সিম রিটেইলারদের কাছে জিম্মি হতদরিদ্র জনগোষ্ঠী

image for লালমনিরহাটে সিম রিটেইলারদের কাছে জিম্মি হতদরিদ্র জনগোষ্ঠী

আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন সরকারি ভাতার (বিধবা, প্রতিবন্ধী, ও বয়স্ক ভাতা) উপকারভোগীদের জিম্মি করে মোবাইল সিম অতিরিক্ত দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় সিম ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভাতাভোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


ব্যবসায়ীরা প্রতিটি নতুন সিমের জন্য ৫০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত মূল্য নিচ্ছেন বলে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন। অথচ সিম কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি সিমের প্রকৃত মূল্য মাত্র ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। অভিযোগ উঠেছে, সিম কোম্পানি কর্তৃক নির্ধারিত দামের চেয়েও দ্বিগুণেরও বেশি টাকা নিয়ে অসহায় ভাতাভোগীদের প্রতারিত করা হচ্ছে।


এমন পরিস্থিতিতে ভাতাভোগীরা জানান, সরকারি সহায়তা তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। কিন্তু এই ধরনের অসৎ কার্যকলাপের কারণে তাদের আয়ের একটি অংশ মোবাইল সিম কিনতে ব্যয় করতে বাধ্য হচ্ছেন। একদিকে তাদের দৈনন্দিন খরচ, অন্যদিকে সিম কিনতে গিয়ে তারা যেন বিপদে পড়েছেন।


উপজেলার গড্ডিমারী এলাকার বিধবা ভাতাভোগী সুকুবালা জানান, "আমি বহু কষ্টে ভাতাটা পাই, কিন্তু এখন সিম কিনতে ৫’শ টাকা লাগে, এর কম দেয় না। বাবা, আমার কাছে টাকা নাই। ধার করে ৫’শ টাকা এনে সিম কিনলাম। কাকে বিচার দেবো?"


স্থানীয় বাসিন্দা শফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, "মোবাইল সিম ব্যবসায়ীরা এবার সুযোগ পেয়েছে, টাকা কামাই করার। তাই আমাদের কাছে এক একটি সিম ৫’শ থেকে ৮’শ টাকা পর্যন্ত দাম নিচ্ছে। এর কম সিম বিক্রি করছে না। আমরা যেহেতু সরকারি ভাতা পাই, তাই নিরুপায় হয়ে কষ্ট হলেও সিম কিনতে হবে। আমরা জনগণ ব্যবসায়ীদের হাতে জিম্মি। প্রশাসনের অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত।"


আরেক ভাতাভোগী জলো জানান, যদি তারা সিম না কিনে থাকেন, তাহলে মোবাইলের মাধ্যমে সরকারি ভাতা থেকে বঞ্চিত হয়ে পড়বেন। তাই ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে বাধ্য হয়ে তাদের এই অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর ম্যানেজার শাহা আলম বলেন, "একটি রেগুলার সিমের দাম ৩৫০ টাকা। এর বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করলে এটা অমানবিক। আমরা খোঁজ খবর নিয়ে রিটেইলারদের বিরুদ্ধে নোটিশ পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"