info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

জমি নিয়ে বিরোধের জের, লালমনিরহাটে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৯

image for জমি নিয়ে বিরোধের জের, লালমনিরহাটে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৯

আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় স্টার নিউজের সাংবাদিক সাব্বির আহমেদ লাভলু ভিডিও করতে থাকলে তার উপর হামলা করা হয়। 


আজ ১৩ডিসেম্বর (শনিবার) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামির বাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে সাত একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আলহার হোসেন ও আবাহার হোসেনের মধ্যে বিরোধ চলছিল।


দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে মৃত আবাহারের ছেলে সুজন মিয়া পরিবারের লোকজন নিয়ে হালচাষ করতে গেলে আলহার হোসেন বাদলের পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় জমি চাষে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ট্রাক ভাঙচুর করা হয়।


আহতদের মধ্যে পাঁচজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সংঘর্ষের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেম, "জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"