ঢাকা
বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ
ইনস্টিটিউটের (আইএসআরটি) ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাস্টার্স
পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ১১ জন শিক্ষার্থী ‘কাজী মোতাহার হোসেন’ পদক
লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ
৩০ জুলাই ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা
বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট
এবং কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
কাজী
মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদের সভাপতিত্বে
অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী
“যুগ পরম্পরায় কাজী মোতাহার হোসেন ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।
কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন অনুষ্ঠান
সঞ্চালন করেন ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয়
অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,
তিনি এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী ব্যক্তিত্ব। একজন দার্শনিকের
প্রতিটিগুণ তাঁর মধ্যে ছিলো। বিজ্ঞান ও শিল্পের মধ্যে তিনি অসাধারণ
মেলবন্ধন ঘটিয়েছিলেন। জ্ঞানচর্চার পাশাপাশি অনেকগুলো বড়মাপের সামাজিক
আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সমাজের সকলকে সঙ্গে নিয়ে চলার ঐতিহ্য
আমাদের শিখিয়েছেন। এটি এই মুহূর্তে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সমাজের
একটি অংশ এবং সমাজের সকলকে সঙ্গে নিয়ে চলতে চাই। এই বার্তাটি সকলের মাঝে
ছড়িয়ে দেওয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পদকপ্রাপ্তরা
হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মে নাঈমা ইসলাম, জান্নাতুল
ফেরদৌস, মো. মুদাচ্ছির হোসেন আকিব, তৃষ্ণা সাহা, তাসমিয়া আফরিন এমা ও
শায়েরা আক্তার এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ,
তাসনীম আরা, তরিকুল ইসলাম ও মো. মুহিতুল আলম। অনুষ্ঠানে বিএস সম্মান
পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বিকাশ পাল, মো.
মুদাচ্ছির হোসেন আকিব, উম্মে নাঈমা ইসলাম, নওশীন তাবাসসুম সোহানা, লুবানা
তানভিয়া, ফারজানা জামান ও নুসরাত জাহান এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল
বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো. মুহিতুল আলম, ফারিয়া রউফ রিয়া ও
আতিকা অবনী। এছাড়া, রচনা প্রতিযোগিতায় নুসাইবা হাকিম দিয়া ১ম, অনসূয়া
কর্মকার ২য় এবং সুমাইয়া জাহান ৩য় হয়েছেন।