ঢাবি প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং বিভাগে মাসব্যাপী সেমিনার সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। আজ ৩০ জুলাই ২০২৫ বুধবার আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদসহ বিভিন্ন বিভাগ ও সেন্টারে এসব সেমিনার অনুষ্ঠিত হয়।
পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের যুব জনমিতি: পরিবর্তনের
শক্তি’ শীর্ষক সেমিনার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত
হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা
হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের
চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে
সেমিনারে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম
মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক
ড. সায়মা হক বিদিশা জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জুলাই
অভ্যুত্থানে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ছিল আমাদের মানবিক
দায়িত্ব, এর ফলে শিক্ষার্থীরা মানসিক সাপোর্ট পেয়েছিল। তিনি বলেন, জুলাই
আমাদের যুব সমাজের অবদান। তাই আমাদের তরুণদের জন্য ভবিষ্যতমুখী, সাম্য ও
ন্যায্যতা ভিত্তিক সমাজ কাঠামো গড়ে তুলতে হবে। দক্ষ ও শিক্ষিত মানব সম্পদ
গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন।
আর সি মজুমদার
আর্টস মিলনায়তনে দর্শন বিভাগের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর
(শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর
সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান
খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । স্বাগত বক্তব্য দেন বিভাগের
শিক্ষার্থী জয় পাল। আলোচনায় অংশ নেন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস ও অধ্যাপক
ড. মোহাম্মদ দাউদ খাঁন।
অনুষ্ঠানে ‘দ্রোহেই মুক্তি’ শীর্ষক স্মরণিকার
মোড়ক উন্মোচন করা হয়। এরআগে দর্শন বিভাগে ‘ওয়ার্ক স্টেশন’ উদ্বোধন করেন
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রো-ভাইস
চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে
পরবর্তী প্রজন্মের কাছে পোঁছে দিতে এবং একাডেমিক চর্চার মধ্যে রাখতে ঢাকা
বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান মানুষের মনোজগতে
পরিবর্তন এনে দিয়েছে। এর ইতিবাচক দিকগুলো ধারণ করে তরুণ প্রজন্মকে নিজ নিজ
অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আর্থ
এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে কাজী মোতাহার হোসেন ভবনে
“জুলাই বিপ্লব উদ্যাপন : বিদ্রোহ থেকে বিনির্মাণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক
সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)
অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম.
জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে “বাংলাদেশের টেকসই ও বৈষম্যহীন উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে জুলাই
বিপ্লবের চেতনা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড.
শাহনাজ হক হুসেন। স্বাগত বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন
উদ্দিন আহমেদ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই থেকে গণতন্ত্রে উত্তরণ: টেকসই রাজনৈতিক ব্যবস্থা
নির্মাণ প্রয়োজন কেন?’ শীর্ষক সেমিনার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী
মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড.
নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক
ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাষ্ট্রবিজ্ঞান
বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন। অধ্যাপক ড. স ম আলী রেজা আলোচনায় অংশ নেন। অধ্যাপক ড. ফরিদ
উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে ‘Good Policing Practices: Aspirations, Challenges and
Opportunities’ শীর্ষক সেমিনার সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত
হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন
আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেন্টারের পরিচালক
অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে সেমিনারে ডেভেলপমেন্ট স্টাডিজ
বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের
অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ পুলিশের
সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো.
সাইমুম রেজা তালুকদার আলোচনায় অংশ নেন।