info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

image for ফরিদপুরে শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর :

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির উদ্যোগে ভাটি লক্ষীপুর যুব সমাজ ও লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির সেক্রেটারি লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম এর আয়োজনে শহরের ভাটি লক্ষ্মীপুর দেওয়ান সৈয়দ বালুর মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৯ দলীয় সিক্সার সাইট শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।

গত ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন অনু বিনতে হাকিম।

বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফ হোসেনের সঞ্চালনায় ফাইনাল খেলায় লায়ন মহসিন শরীফ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, লায়ন শহিদুল ইসলাম, লায়ন শামসুল আলম, লায়ন এসএম দুলাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মিয়া, শারিয়ার কাদির রুবেল, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ, সুপ্তি ইসলাম সহ এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ, যুব সমাজ ও এক ঝাঁক ক্রিয়া প্রেমী তরুণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় লায়ন মোঃ সাইফুল ইসলাম ফাইটারস বনাম টিম সেভেন ভাটিলক্ষীপুর প্রতিদ্বন্দ্বিতা করেন। টিম সেভেন ৬ ওভারে ৬৪ রানের টার্গেট দিলে সাইফুল ফাইটারস ৫ ওভার ৩ বলে টিম সেভেন কে পরাজিত করে বিজয়ী হন।

খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্জন,ম্যান অফ দা ম্যাচ আসিফ, সেরা বলার অর্ক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় নারী কন্ঠ শিল্পী সারাবেলা তার মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের দর্শক শ্রোতা ও আমন্ত্রিত অতিথিদের এক আনন্দঘন মুহূর্ত উপহার দেন।