info@desherkhabor24.com

+8801821554477

ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত শরীরচর্চার উদ্যোগ

image for ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত শরীরচর্চার উদ্যোগ

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকালবেলার প্রাণচাঞ্চল্যে নতুন মাত্রা যোগ করতে নিয়মিত শরীরচর্চার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর উদ্যোগে ‘মর্নিং রাইডার্স’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন সকালে অনুষ্ঠিত হবে এই আয়োজন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে “Run With DUCSU VP” সেশনের মধ্য দিয়ে এ উদ্যোগের উদ্বোধন হয়।

সেশনে ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম শিক্ষার্থীদের সঙ্গে একসাথে দৌড়ে অংশগ্রহণ করেন এবং সকালের এই কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় জীবনের ইতিবাচক চর্চা হিসেবে উল্লেখ করেন।

ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, আমাদেরকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে প্রশান্ত এবং আত্মবিশ্বাসী হতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে। ডাকসুর উদ্যোগে 'মর্নিং রাইডার্স' প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন সকালবেলা শরীরচর্চার আয়োজন করা হবে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে আগামীর জন্য গড়ে তুলবো। আজকের সেশনে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে  অংশগ্রহণ করেছে, আমাদের প্রত্যাশা এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।

তিনি আরও বলেন, সকালে না ঘুমানো সুন্নাহ। বর্তমানে তরুণদের  মধ্যে নানা রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাই।