info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা নিয়ে ইফা’র আলোচনা সভা

image for ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা নিয়ে  ইফা’র আলোচনা সভা

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।


বৃহস্পতিবার (৩জুলাই) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এসভার আয়োজন করা হয়। ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আজম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ, জামায়াত ইসলাম কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কামরুজ্জামান,শাহ ফরিদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ,জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বাকিগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান,ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমাদ,শাহফরিদ জামে মসজিদের ইমাম হুসাইন আহমেদ সহ ফরিদপুরের ৯টি উপজেলা থেকে শতাধিক ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।


অনুষ্টানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া যাকাতবোর্ড কর্তৃক ২০২৪- ২৫ অর্থবছরের কেন্দ্রীয় যাকাত ফান্ড থেকে ফরিদপুরের ২০ জনকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনার করেন ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ সরকারি মোহাম্মদ ইউনুছ আলী মন্ডল।