ঢাবি প্রতিনিধি:
‘চীনা
সেতু’ শীর্ষক বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪তম চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে।
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই প্রতিযোগিতায় বিজয়ী
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল ০৪ আগস্ট উপাচার্য কার্যালয়ে এক
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, এই
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের ৬০জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে শীর্ষ ১০ জন শিক্ষার্থী
মূল পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করে। শীর্ষ ১০ জনের মধ্যে ৫ জনই ছিলো ঢাকা
বিশ্ববিদ্যালয় চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
প্রশ্ন-উত্তর
পর্ব ও হাঞ্জি লেখা, চীনা ভাষায় বক্তৃতা এবং সাংস্কৃতিক মেধা প্রদর্শনের
মাধ্যমে প্রতিযোগিতার ৩টি পর্যায়ে শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা যাচাই
করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫ জন শিক্ষার্থী
এক্ষেত্রে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে।
চীনা
বাদ্যযন্ত্র ও সংগীত পরিবেশন করে ১ম পুরস্কার অর্জন করেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী
মোঃ বাপ্পি শেখ। চীনা ক্যালিগ্রাফি ও নৃত্য এবং চীনা অপেরা প্রদর্শন করে
২য় পুরস্কার অর্জন করেন ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী সাদিয়া খান ও উম্মে
শামস মোছাঃ জান্নাতুন নাহার। ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মোঃ আদনান সাকিব
এবং ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম পাপড়ি চীনা বাদ্যযন্ত্রের
তালে চীনা ছড়া এবং চীনা চিত্রাঙ্কন করে ৩য় পুরস্কার অর্জন করেন।
উল্লেখ্য,
১ম পুরস্কার অর্জনকারী মোঃ বাপ্পি শেখ চীনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্যায়ে
“চীনা-সেতু” প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং স্কলারশিপ নিয়ে চীনে অধ্যয়ন
করার সুযোগ পাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল উপস্থিত ছিলেন।