ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত
বিভাগসমূহের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের
পরিচিতি সভা আজ ১১ আগস্ট ২০২৫ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে
অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ছাত্র-নির্দেশনা
ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন
অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ক্রিমিনোলজি বিভাগের মুনতাহা হোসেন এবং
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের নিশাত সাল সাবিল নবীন
শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন বিভাগের
চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত
ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.
সায়মা হক বিদিশা আন্তঃব্যক্তিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করে বলেন,
বিশ্ববিদ্যালয় জীবনই বন্ধু-বান্ধব ও শিক্ষকসহ সমাজের সকলের সঙ্গে
সুসম্পর্ক ও যোগাযোগ গড়ে তোলার উত্তম সময়। মানুষের সঙ্গে সুসম্পর্ক জীবনে
চলার পথকে সহজ করে। কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা
মেধা ও যোগ্যতার ভিত্তিতেই দেশ সেরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ
পেয়েছে। কোন কিছুতে হতাশাগ্রস্ত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের
দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষকদের পরামর্শ ও ভালো বন্ধুদের সংস্পর্শে থেকে
দক্ষ, মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি
আহ্বান জানান।
উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত
বিভাগসমূহ, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ
ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট,
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড
ভালনারেবিলিটি স্টাডিজ এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের
শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশ নেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের
উদ্যোগে এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।