info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষুধ বিতরন

image for ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষুধ বিতরন

মাহবুব পিয়াল,ফরিদপুর:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের  আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা , ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষুধ বিতরন কর্মসুচী পালন করেছে।

ফরিদপুর মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ভিপি ইউসুফ এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম ।

সময় ফরিদপুর মহানগর বিএনপি' আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যডভোকেট গোলাম রব্বানী রতন, ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপি  যুগ্ন-আহবায়ক ইমদাদুল হক এমদাদ, সেলিম মিয়া সেলিম,যুবদল নেতা এমিল খান, লুৎফর রহমান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

সভায় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও  দুঃস্থ মানুষের পাশেদাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে

ফ্রি মেডিকেল ক্যাম্প-এ শতাধিক রোগীকে চিকিৎসা ও  বিনামুল্যে ঔষুধ বিতরন করা হয়।