info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রন শীর্ষক আলোচনা সভা

image for ফরিদপুরে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রন শীর্ষক আলোচনা সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর:

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি - নাটাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে “যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে ঔষুধ ব্যবসায়ীদের করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের  পরিচর্যা হাসপাতালের কনফারেন্স রুমে এই অলোচনা সভা অনুষ্টিত হয়। নাটাব-এর ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ  সাজেদা বেগমঅনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বক্ষব্যাধী চিকিৎসক ও টিবি কনসালট্যান্ট ডা: মো: আব্দুল জলিল।

সময় নাটাব-এর ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী মো: কামরুল ইসলাম। ঔষুধ ব্যবসায়ী মোস্তফা মাহমুদ বুলু, ডা: নাদিম হোসেন, আশরাফুজ্জামান দুলাল,এএসএম আবুল কালাম আজাদ,মো: আমিরুল ইসলাম,মো: মুজিবুর রহমান  বক্তব্য রাখেন ফরিদপুরের ৩৫ জন ওষুধ ব্যবসায়ী অলোচনা সভায় অংশগ্রহণ করেন

সভায় ঔষুধ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, 'যক্ষা কোন মরণ ব্যাধি নয়, নিয়মিত চিকিৎসায় যক্ষা সম্পূর্ণ ভালো হয়'-এই ম্যাসেসটি রোগীদের কাছে পৌছাইতে ঔষুধ ব্যবসায়ীরা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারেনে। এ ভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একদিন যক্ষামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।