info@desherkhabor24.com
+8801821554477
মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনী মাঠে এক শক্তিশালী উপস্থিতি জানান দিলেন হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
১০ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা খেলার মাঠ থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোডাউনে দিনব্যাপী দুই উপজেলার রাজপথকে পরিণত করে উৎসবের নগরীতে। শত-শত মোটরসাইকেলের বহর, কর্মী-সমর্থকদের স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোডাউনটি এগিয়ে যায় করিমগঞ্জ-তাড়াইলের বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা হাত নাড়িয়ে শোডাউনের প্রতি সমর্থন জানান।
মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সঙ্গে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউনের নেতৃত্বদানকারী প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন,
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই।”
দিনব্যাপী এই শোডাউন শুধু শক্তি-প্রদর্শন নয় বরং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন সাধারণ জনগন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে এবং হাতপাখা প্রতীক ঘিরে তৈরি হচ্ছে আলোচনা। তাড়াইল-করিমগঞ্জ এলাকার জনমনে ইসলামী আন্দোলনের উপস্থিতি আরও দৃশ্যমান হলো এই আয়োজনে।
Subscribe to our newsletter and never miss an update! Get the latest news, exclusive insights, and special offers delivered straight to your inbox. Join our community today and be the first to know about exciting developments!
Copyright © Desherkhabor24 All Rights Reserved