info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৩ জন নিহত।।আহত ২৫

image for ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৩ জন নিহত।।আহত ২৫

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি  : 
ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার  (২৪ জুলাই) সকাল পৌনে দশটার দিকে  ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনের সামনের সড়কে এই দূর্ঘটনা  ঘটে।


নিহত এক নারীসহ তিনজন  লোকাল বাসের যাত্রী। এদের মধ্যে লোকাল বাসের চালকও রয়েছে। তার নাম আজিজুল হক (৬২), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে।  নিহত অপর পুরুষ হলেন, ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), তিনি পারিশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নারী হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা রেবতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।


বাস দুটির দুর্ঘটনা পরবর্তি  অবস্থান পযবেক্ষণ করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি নিদির্ষ্ট পথ ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি নিজের সিমানা লংঘণ করে রং সাইডে গিয়ে রয়েল পরেবহনের বাসটির সামনের দিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এ দুর্ঘটনায় রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আহত হয়েছে।


করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস (ঢাকা মেট্র-ব-১৫-৩৮২৬) ও ফরিদপুর থেকে মাগুরাগামী  লোকাল বাস রিক এন্টারপ্রাইজের  (ঢাকা মেট্র ব-১৪-৯৬৪৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকাল বাসের তিন জন নিহত ও উভয় বাসের ২৫  জন আহত হয়। আহতদের  উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুই বাসের ২৫জন যাত্রী আহত হন।  দুর্ঘটনা কবলিত বাস দুটি  সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।