info@desherkhabor24.com

+8801821554477

অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত

image for অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত

ঢাবি প্রতিনিধি:
দু’দিন ব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব গতকাল ০৪ অক্টোবর ২০২৫ শনিবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক আমিরুল সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লীড নাজমুল আহসান এবং অ্যাকশনএইড বাংলাদেশের হেড অফ ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম এসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ শুভেচ্ছা বক্তব্য দেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের নেগোসিয়েশন স্কিলস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করেন। বিতর্ক উৎসবের বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা জাতীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪টি দল এবং স্কুল-কলেজ পর্যায়ের ১৬টি দল বিতর্ক উৎসবে অংশ নেয়। বারোয়ারী বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহমিদা মালিহা চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিদল চ্যাম্পিয়ন এবং রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিদল রানার-আপ হয়েছে। স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে বিএএফ শাহীন কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি বিজ্ঞান কলেজ রানার-আপ হয়েছে।