info@desherkhabor24.com

+8801821554477

মাদারীপুরে জমজমাট ভেলা বাইচ, উৎসবমুখর পরিবেশ

image for মাদারীপুরে জমজমাট ভেলা বাইচ, উৎসবমুখর পরিবেশ

মাদারীপুর প্রতিনিধি: 
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ আয়োজনে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


বিকেলের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলা বাইচ দেখতে আসেন। নদীপাড়ে তিল ধারণের জায়গা ছিল না। অংশগ্রহণকারী দলগুলো কলা গাছের তৈরী ভেলা করে প্রতিযোগিতায় অংশ নেয়। দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ২০টি ভেলা নিয়ে ২০জন প্রতিয়োগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইয়াসিন সরদার প্রথম এবং জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয়ত স্থান লাভ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, “গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।”


স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা শেষে নৌকা বাইচের আয়োজন করা হয় তবে এই আয়োজন ব্যাতিক্রম। এখানে ভেলা বাইচ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।