info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

রিপন সাহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

রিপন সাহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন
রিপন সাহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

মাহবুব পিয়াল,ফরিদপুর:

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে গিয়ে শ্রমিক রিপন সাহাকে নৃশংসভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ফরিদপুরের কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ জানুয়ারি ভোররাতে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা না দিয়ে পালানোর সময় রিপন সাহাকে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করা হয়। নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

 এ ঘটনায় পুলিশ অভিযুক্ত গাড়ির মালিক আবুল হাসেম (সুজন) (৫৫) ও গাড়িচালক কামাল হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করেছে। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু গ্রেপ্তার যথেষ্ট নয়—এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে।

 মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল ইসলাম বলেন, “রিপন সাহা আমাদের ব্যাচমেট ছিলেন এবং অত্যন্ত ভালো একজন মানুষ। সামান্য কিছু টাকার জন্য তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং দোষীদের ফাঁসি কার্যকর করার দাবি জানাই।”

 সাইমুর রহমান সিয়াম বলেন, “প্রকাশ্যে একজন মানুষকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এমন ঘটনার বিচার চাইতে হওয়াটাই দুঃখজনক। আমরা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।