info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

সবাইকে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত মাদারীপুর গড়তে চাই: নবাগত পুলিশ সুপার মো. সাইদুজ্জামান

image for সবাইকে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত মাদারীপুর গড়তে চাই: নবাগত পুলিশ সুপার মো. সাইদুজ্জামান

 মাদারীপুর প্রতিনিধি:

সবাইকে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার অঙ্গিকার করলে মাদারীপুরের নবাগত পুলিশ সুপার মো. সাইদুজ্জামান। বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে ০৮ সেপ্টেম্বর রাতে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার আরো বলেন, জন সাধারনের জন্য এসপি অফিসের দরজা সব সময় খোলা। কোন অনুমতিছাড়াই জেলার পুলিশ সুপারের সাথে কথা বলার সুযোগ থাকবে। এজন্য কোন অনুমতির প্রয়োজন হবে না। বিগতদিনের চেয়ে মাদারীপুর জেলাবাসী আরো বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও রাতে নিবিঘেœ ঘুমাতে পারবে। সবাইকে সাথে নিয়ে অপরাধ নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করবে। এ সময় পুলিশ সুপার জেলার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, দখলবাজ, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ বিষয়ের মতামত গ্রহন করেন। পরে বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।