info@desherkhabor24.com

+8801821554477

অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু

image for অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয়  বিতর্ক উৎসব শুরু

ঢাবি প্রতিনিধি:
অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব আজ ০৩ অক্টোবর ২০২৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। ‘Proposing Policies for Social Inclusivity’ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড-এর সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে।  

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডাকসু’র জিএস এস এম ফরহাদ শুভেচ্ছা বক্তব্য দেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান। নিয়মিত বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ^াস ও দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ কর্মজীবনেও সফলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং বিভিন্ন স্কুল-কলেজের ১২টি দল এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করছে।