মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌর সভার ১২ নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল পরিবারের কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জেষ্ট্য কন্যা চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর মহানগর বিএনপির আয়োজনে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ১২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় ৬টি স্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর সদর তিন সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী।১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হোসেন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা আতাউর রশিদ বাচ্চু,সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো: শামিম হোসেন,ইব্রাহিম শেখ,মোহশিরুল হোসেন রুবেল, ইস্তিক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।