info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

আমাদেরও দেশ ছেড়ে পালানো লাগতে পারে -সারজিস আলম

আমাদেরও দেশ ছেড়ে পালানো লাগতে পারে -সারজিস আলম
আমাদেরও দেশ ছেড়ে পালানো লাগতে পারে -সারজিস আলম

মাদারীপুর প্রতিনিধি: 

শেখ হাসিনার মত আমাদেরও দেশ ছেড়ে পালানো লাগতে পারে। শেখ হাসিনা এক মাস আগেও ভাবেনি কোনদিন তাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। তিনি শুধু নিজেকে সর্বশক্তিমান বলে দাবি করেন নি এছাড়া সব কিছু করেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। 

(আজ ২৫ অক্টোবর) শুক্রবার বেলা ১১ টায় মাদারিপুর পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এসব মন্তব্য করেন।  

তিনি আরো বলেন, শেখ হাসিনা একাই পালিয়েছেন এর চেয়ে লজ্জাজনক আর কোনো কাজ হতে পারে! তিনি যদি অন্তত নেতাকর্মীদের নিয়ে পালাতেন তাও একটা কথা হতো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ‌ আমরা যদি সুযোগ পেয়েও এবং ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে সেইম কাজটাই করি তাহলে আমাদেরও অবস্থা হবে শেখ হাসিনার মত। 

তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থান’ প্রাথমিক ভাবে জাষ্ট একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বাড়ছে।  আপনি যদি এখানে ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা, এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে বিভাজনটা তৈরি হবে। 

সারজিস আলম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসররা ছাড়া সকল রাজনৈতিক মত ও পথের লোকজন আমাদের সাথে ছিল। তারা হয়তো কেউ নিজস্ব ব্যানার নিয়ে সামনে আগায়নি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে তারা শক্তি যুগিয়েছেন। 

এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করবে না। তবে এই প্লাটফর্মের কেউ যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান, তবে অন্য যেকোন ব্যানারে তিনি তো রাজনীতি করতেই পারেন। আমরা তো কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারি না।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।