info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন

ফরিদপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন
ফরিদপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর:

‘‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো এই শ্লোগানে শহরের অম্বিকা ময়দানে দুই দিনব্যাপী তথ্য মেলা আজ বুধবার বিকাল ৩.০০টা হতে আনুষ্ঠানিভাবে শুরু হয়েছে। ২০-২১ নভেম্বর ২০২৪ (বুধবার ও বৃহস্পতিবার) প্রতিদিন বিকাল ৩.০০টা থেকে রাত ৮.০০টা প্রর্যন্ত মেলা চলবে। ফরিদপুরের জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রচারণার অংশ হিসেবে জনসাধারণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন এর নির্দেশমতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও এ মেলার আয়োজন করা হয়েছে। তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, ডাঃ শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা, ডেপুটি সিভিল সার্জন,ফরিদপুর। অতিথিবৃন্দ উদ্বোধন পরবর্তী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর-এর সভাপতিত্বে আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহসভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী এবং  ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক ফরিদপুরের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন যে; তথ্য অধিকার আইন-২০০৯-এর গুরুত্ব, জনগনের অধিকার, তথ্য না পেলে করণীয় সম্পর্কে সকলকে অবগত করেন। তিনি তথ্য অধিকার সম্পর্কে সকলকে সচেতন হতে এবং অন্যকে সচেতন করে তুলতে উদ্বুদ্ধ করেন।  তিনি আরও বলেন সরকার নাগরিকদের অবাধে তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে টোল ফ্রি জরুরি সেবা কল নাম্বার চালু করেছে।  নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে যে কোন ব্যক্তি যে কোন সময় প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। পাশাপাশি সরকারি ওয়েব পোটালেও তথ্য উন্মুক্ত আছে বলে তিনি জানান। তিনি সকল দপ্তরকে আন্তরিকতার সাথে জনগণকে তথ্য প্রদানের তাগিদ প্রদান করেন। তিনি সরকারি দপ্তরের প্রধানদের জনগণের সাথে হাসিমুখে তাদের যে কোন সমস্যা শুনবার আহবান জানান একই সাথে কোন নাগরিক যেন কোন দপ্তর থেকে তথ্য নাপেয়ে ফিরে না যান সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মেলায় ২৬ টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন এনজিওসমূহ ফরিদপুরের ব্যানারে মেলায় অংশগ্রহণ করে সকলকে তথ্য প্রদান করছে। মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে টিআইবির সেচ্ছাসেবক ইয়েস ও এসিজি-এর সদস্যবৃন্দ। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ইয়েস কর্নারে সনাক ফরিদপুরের বিভিন্ন বই ও লিফলেটসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়। এছাড়াও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে।