info@desherkhabor24.com

+8801821554477

লালমনিরহাটে সতীনদী হতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

image for লালমনিরহাটে সতীনদী হতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

আবু হাসাহ (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সতীনদী হতে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

‎বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার সতীনদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। 

‎পরে হাতীবান্ধা থানায় খবর দিলে, ওসি মাহমুদুন-নবী নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ও সিআইডি মিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎এদিকে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলার আদিতমারি থানাধীন কয়েকজন এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছে।

‎তারা জানান, লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্নামতি ব্রিজের পাশের মৃত্যু মারুফের একমাত্র ছেলে আরিফুল ইসলাম গত সোমবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এবিষয়ে আদিতমারী থানায় একটি জিডি করেছিলেন পরিবারের লোকজন।

‎এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মাহমুদুন-নবী বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সতীনদীতে মরদেহটি ফেলে পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।