info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে মুক্তিপনের টাকা না পেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম কে হত্যা: ঘাতক তুহিন আটক

image for ফরিদপুরে মুক্তিপনের টাকা না পেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম কে হত্যা: ঘাতক তুহিন আটক

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদারের লাশ উদ্ধার হয়েছে।  নিহত তামিম বড় গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামিম তালুকদারের ছেলে।
অপহরণের পর মুক্তিপনের টাকা না পেয়ে হত্যার ঘটনায় ঘাতক তুহিন শেখ কে আটক করেছে পুলিশ।


সোমবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রাম থেকে তুহিন শেখকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে জেলার মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামে জমির আইলে আবর্জনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 


আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


 নিহত তামিমের পরিবার জানায়, ১৫ আগস্ট বিকেলে তামিম ঘুরতে বের হয়। এরপর আর বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হয়। ওই দিন রাতেই ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, তুহিন প্রায় এক বছর যাবৎ গৃহপরিচারক হিসেবে তামিমদের বাড়িতে কাজ করত। এ সুযোগে পরিবারের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে শিশুটিকে অপহরন করে মুক্তিপন দাবি করে।


পরিবারের অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করে পুলিশ।