info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত ১৫

image for ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত ১৫

মাহবুব পিয়াল, ফরিদপুর: 
ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


এ ঘটনায় নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগা জেলার বাদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী  ডি.ডি পরিবহনের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 


এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয়বাসের অন্তত  ১৫-২০জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীরসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ তিনজন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়কের দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।