মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক — এই শ্লোগানকে সামনে রেখে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকাল ৪টায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাট ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে মমিনখার হাট বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করে মায়ের জন্য দোয়া চেয়েছেন ফরিদপুর সদর ৩ আসনের বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের কনিষ্ঠ পুত্র আরশিয়ান আহমেদ।
জাতীয়তাবাদী প্রবাসীদল ফরিদপুর জেলা শাখার সভাপতি ও মমিন খারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মির্জা প্রিন্স আলীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার তরুণ যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিয়ান আহমেদ বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের সচেতন ও সাহসী সিদ্ধান্তের ওপর। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হলো।
মত বিনিময় সভায় চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম, বাংলাদেশ জাতীয়তাবাদি প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি ও মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মির্জা প্রিন্স আলি, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক চৌধুরী ফারদাদ ইউসুফ, কাউছার মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুর রহমান বেপারি সহ তরুণ ভোটরগন উপস্থিত ছিলেন।