info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক সেমিনার

image for ফরিদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক সেমিনার

মাহবুব পিয়াল ,ফরিদপুর:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফরিদপুর শাখার আয়োজনে রবিবার সকালে ফরিদপুর শিশু একাডেমির হলরুমে- বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন মজুমদার। এসময় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা, ফরিদপুর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তন্ময় ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে ফরিদপুর শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেমিনার অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দের আসন গ্রহণ ও সকল  অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সম্বলিত ভিডিও প্রদর্শন এবং ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক পারওয়েজ আনজাম মুনির।

 সেমিনারে জানানো হয়, ক্যাশলেস পদ্ধতিতে গ্রাহক একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাদের অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে খুব সহজে, দ্রুত এবং কম খরচে পেমেন্ট করতে পারেন এজন্য বাংলা কিউআর কোডের ব্যবহার চালু করা হচ্ছে

তারা বলেন, দেশের আর্থিক লেনদেনকে নগদ টাকা-নির্ভরতা থেকে সরিয়ে ক্যাশলেস পদ্ধতিতে নিয়ে আসতে পারলে নগদ অর্থ বহনের ঝুঁকি ঝামেলা কমবে  এছাড়া জাল টাকা ব্যবহারের সুযোগ থাকবেনা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা গতিশীলতা বৃদ্ধি পাবে এতে সরকারকে টাকা ছাপানোর জন্য যেই বিপুল খরচ করতে হয় সেটিরও সাশ্রয় হবে

পরে গ্রাহকদের অভিজ্ঞতা শেয়ারিং এবং উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।