info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে একেকের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

image for ফরিদপুরে একেকের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা আমরা কাজ করি-একেকে’র উদ্যোগে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহযোগিতায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ক্ষুদ্র উদ্যেক্তা কৃষক ও কৃষানীদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে।


রবিবার (৩আগষ্ট) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা একেকে’র প্রধান কার্যালয়ের হল রুমে ৫ জন ক্ষুদ্র উদ্যেক্তা কৃষক ও কৃষানীদের মাঝে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন আমরা কাজ করি-একেকে’র নিবার্হী পরিচালক এম এ জলিল।


এসময় একেকে’র পরিচালক এবিএম আলাউদ্দিন,ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, একেকে’র ক্রেডিট কর্মসুচীর পরিচালক শিমুল কুমর চক্রবর্তী, এইচ আর মো:হাবিবুর রহমান হাবিব,অডিট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মাসুদ,সহকারী অডিট অফিসার মাহবুবুল হাসান টুটুল, একেকে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর এমএকুদ্দুস মিয়া,সহকারী ভেল্যু চেইন ফ্যসিলিটিটর মো: আল আমিন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


ফরিদপুরের চরাঞ্চলের দরিদ্র কৃষক কৃষানীদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী ও তাদের আয় বর্ধনের লক্ষে আরটি প্রকল্পের আওতায় ক্ষুদ্র পরিষরে নেট স্থাপন ও কোকা ডাস্ট দ্বারা চারা উৎপাদনের জন্য আরএমটিপি প্রকল্প থেকে সহায়তা প্রদান করা হয়।এতে চরাঞ্চলের কৃষকের ন্যায্যমুলে মানসম্মত উচ্চ ফলনশীল চারা পাবে।এছাড়াও চরাঞ্চলে সোলার প্যানেল ভিত্তিক সেচ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কম, কার্বন নি:সরন করা, টেকসই কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করন আরটি প্রকল্পেরমুল লক্ষ্য।