info@desherkhabor24.com

+8801821554477

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

image for পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
পুলিশের এক কর্মকর্তাকে (উপ-পরিদর্শক) হত্যার ১৪ বছর পর লিয়াকত শেখ লিয়া (৪২) নামে একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
 আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দুপুরে ঢাকা জেলার ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। 


পরে বিকালে ফরিদপুর র্যাব কার্যালয়ে তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা এএসপি মিজানুর । 
সে রাজবাড়ী জেলা সদরের নিমতলা এলাকার রহমত শেখের ছেলে এবং দীর্ঘদিন যাবৎ চরডাউটিয়া এলাকা রাজু আহমেদ ছদ্মনামে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল বলে র্যাব জানিয়েছেন। 


র্যাব জানান, গ্রেফতারকৃত লিয়াকত শেখের বিরুদ্ধে ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাদহের ডাকবাংলো পুলিশ ক্যাম্পে কর্মরত এস আই (উপ-পরিদর্শক) মিরাজুল ইসলামকে হত্যার অভিযোগে ঝিনাইদহ থানায় মামলা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামী সে। ওই মামলায় চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা সহ ৬ টি মামলা রয়েছে।


সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন,  "ওই বছরের ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে পুলিশ তাঁর পোশাক পরিহিত হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে। সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


তিনি আরও জানান- গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।