info@desherkhabor24.com

+8801821554477

তাড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু

image for তাড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু

মো. আনোয়ার হোসাইন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় বজ্রপাতে বজলুর রহমান (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। 

নিহত বজলুর রহমান তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের (শিববাড়ি) মৃত রমজান আলীর ছোট ছেলে। নিহতের স্বজনরা জানান,  শনিবার সকালে বাড়ির সামনের হাওরে (বন্দে) মাছ ধরার জন্য ভোর সকালে র‌ওয়ানা হন। সকাল ৫.৩০ ঘটিকার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। তখন হঠাৎ একটি বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সন্তানের জনক বজলুর রহমানের।

প্রত্যক্ষদর্শী সোহেল ও জিয়া বলেন, মাছ ধরার জন্য আমরা সকাল সকাল হাওড়ে চলে যাই। বজলুর চাচা আমাদের কিছুক্ষণ পরে হাওরে আসে। বজ্রপাতের সময় আমরা আনুমানিক ১৫/২০ হাত দূরে শুকনা জাগায় জাল থেকে মাছ আলাদা করছিলাম। বজলুর চাচা পানিতে চাই (মাছ ধরার যন্ত্র) উঠাচ্ছিল। তখন হঠাৎ বিকট আওয়াজে একটি বজ্রপাত হয়। আমরা দুজন হতভম্ব হয়ে যাই। পরে দেখি যে, বজলুর চাচা পানিতে উল্টো হয়ে পড়ে আছে। আমরা দুজন চাচাকে ধরে উপরে নিয়ে আসি। চাচার মাথা ও কানে রক্ত বেরিয়ে গেছে। শরীরের জামা পুড়ে গেছে, শরীর থেকে পুড়া গন্ধ বের হচ্ছে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তখন সবাই নিশ্চিত হন যে বজলুর চাচা মারা গেছে।