মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের
তাড়াইল উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত
সক্রিয় সংবাদ প্রতিনিধিদের নিয়ে নৌকা ভ্রমণ করেছে ঐতিহ্যবাহী তিনটি সংগঠন
তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক
সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট।
১৬
আগস্ট (শনিবার) সকাল ৮টায় তাড়াইল সদর বাজার ট্রলারঘাট থেকে ঐতিহ্যবাহী
তিনটি সংগঠনের সাংবাদিক ও সহযোগীদের নিয়ে যাত্রা শুরু করে ইটনা, মিঠামইন ও
অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরে। এ সময় চলন্ত নৌকায় কৌশল বিনিময় ও ভাটি
এলাকার থৈ থৈ পানিতে আনন্দে মেতে উঠে প্রবীণ ও নবীন একঝাঁক সংবাদকর্মী।
ভ্রমণে
অংশ নেওয়া সাংবাদিকরা জানান, সারাবছর কর্মব্যস্ততার কারণে পারষ্পরিক
যোগাযোগ বা কথোপকথন কোনটিই খুব একটা হয়ে ওঠে না। তাই তাড়াইলের সক্রিয়
সাংবাদিক সংগঠন তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয়
সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট এই ৩টি সংগঠনের সাথে সম্পৃক্ত সকল
গণমাধ্যমকর্মী ও সহযোগীদের নিয়ে আমরা নৌকা ভ্রমণের আয়োজন করেছি।
সাংবাদিকদের একতা ধরে রাখতে এমন উদ্যোগ সবসময় চলমান থাকবে।
নৌভ্রমণে উপস্থিত ছিলেন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক জনতা'র উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন খান,
তাড়াইল
প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল
ইউনিটের সভাপতি মো. শহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. আমিনুল
ইসলাম বাবুল, কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি খায়রুল
ইসলাম, দৈনিক আকাশ জমিন ও দেশের খবর এর প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন
জুয়েল, নয়া দিগন্ত প্রতিনিধি হাফেজ মাওলানা এমদাদুল হক, জাতীয় ইংরেজি দৈনিক
দ্যা কান্ট্রি টুডের প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল, দৈনিক আমার সংবাদের
প্রতিনিধি মো: রাজু শিকদার, দৈনিক নওরোজ প্রতিনিধি মুজিবুল হক চুন্নু,
কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, সাপ্তাহিক শুরূক এর
প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম
রিপন।
এছাড়াও উপস্থিত
ছিলেন, মো: ছাদেকুর রহমান রতন (তাড়াইল বিচিত্রা টিভি), বিশিষ্ট সাহিত্যিক
মো: মীজানুর রহমান ভূঁইয়া, সাংবাদিক আফসার উদ্দিন সহ ঐতিহ্যবাহী তিনটি
সংগঠনের সহযোগীবৃন্দ।