মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের
তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যাশিশু
দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন
করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক
সামির হোসেন সাকি।
হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায়
বক্তারা বলেন, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা, ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুরা
দেশের ভবিষ্যৎ, তাদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা রাখতে
হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে
কন্যাশিশুদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়।