info@desherkhabor24.com

+8801821554477

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামের স্মারকলিপি

image for জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামের স্মারকলিপি

ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে

বৃহস্পতিবার ( আগস্ট) বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন এর নিকট জমা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখা নেতৃবৃন্দ

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ বিদেশে ব্যাপকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে চুক্তির ফলে একদিকে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, অত্র অঞ্চলের সংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের অবদান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এমতবস্থায় দেশের জনগণ ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি

স্বরকলিপিতে আরো উল্লেখ করা হয় যে দেশের স্বাধীনতা সর্বপ্রথম হুমকির মুখে পড়বে সমকামিতা, ট্রানজেন্ডার বাকস্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে এই অফিস কার্যত মানবাধিকারের নামে ইসলামবিরোধী পশ্চিমা এই সংস্কৃতিগুলোকেই এদেশে প্রমোট করবে বাংলাদেশের বিচারব্যবস্থা মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে

উপস্থিত থেকে স্মারকলি প্রদান করেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, সহ-সভাপতি মুফতি জাকির হোসাইন, মাওলানা মানসুর আহমেদ, মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ প্রমুখ