info@desherkhabor24.com

+8801821554477

ভাই-ভাই জমি সংক্রান্ত বিরোধে জেরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ছোট ভাইয়ের পরিবার

image for ভাই-ভাই জমি সংক্রান্ত বিরোধে জেরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ছোট ভাইয়ের পরিবার

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত  বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়ীতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। 

ওই উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে আপন বড়ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই কামাল'র  বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বড়ভাই স্থানীয় পল্লী চিকিৎসক ও মদাতী ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে।

অনুসন্ধান ও এজাহারে জানা যায়,গত আগষ্ট ২৫ তারিখে রাত ৩.২২ মিনিটে ওই বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ।মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, গৃহস্থালির সবকিছুই পুড়ে যায়। নিঃস্ব হয়ে যায় পরিবারটি।

স্থানীয় বাসিন্দা মজনু মিয়া জানান, যেদিন বাড়িতে আগুন লাগে ওই সময় বা তার আগেও কারেন্ট ছিলোনা। খুব অল্প সময়েই বাড়িটি পুড়ে যায়। 

তবে ওই পল্লী চিকিৎসক ও কামালের বড়ভাই মোহাম্মদ আলী জিন্নাহ অভিযোগ অস্বীকার করে মামলা চলমান থাকায় বক্তব্য দিতে রাজী হননি। 

নাম প্রকাশ না করতে চাওয়া স্থানীয় এক মহিলা জানান,কারেন্ট না থাকলে কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো আর এরকম আগুন এত দ্রুত ছড়ায় এর আগে কখনই দেখিনাই, খড়ের ঘরে আগুন লাগলেও এতটা দাউদাউ করে জ্বলেনা। 

তবে এলাবাসীর অভিযোগ, বিদুৎ না থাকলেও ফায়ার সার্ভিসের অফিসার স্থানীয়দের বক্তব্য না নিয়ে সাথে করে নিয়ে আসা লোকজনের বক্তব্য নিয়েই ভুঁয়া প্রতিবেদন তৈরি করেছেন।

অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইয়্যেদ ইমরান অনৈতিক সুবিধা নিয়ে এ প্রতিবেদন দিয়েছেন। 

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  লালমনিরহাট ডিভিশনের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, অনৈতিক সুবিধা নিয়ে প্রতিবেদন তৈরির সুযোগ নেই তবে কেউ যদি অভিযোগ করে আমরা খতিয়ে দেখবো।