মাহবুব পিয়াল,ফরিদপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা যাচাই-বাছাইয়ের পর ফরিদপুর ৪ আসনে বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীদের মধ্যে থেকে আপিলে ৩ প্রার্থী বৈধতা ফিরে পায়। ওই অঞ্চলের রিটার্নিং কর্মকর্তারা বলেন আপিল শেষে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য রয়েছেন এবং তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা)) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হয়েছিল। আপিল শুনানী শেষে ৮ জন প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন মো. শহিদুল ইসলাম বাবুল (বিএনপি), মো. সরোয়ার হোসাইন (জামায়াত), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. ইসহাক চোকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রায়হান জামিল (জাতীয় পার্টি), আতাউর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), স্থপতি মুজাহিদ বেগ (স্বতন্ত্র), মুহাম্মদ মজিবুর হোসাইন (স্বতন্ত্র)।
ফরিদপুর-৪ আসনে সকল প্রার্থীদের কাছে তৃণমূল জনসাধারণের প্রত্যাশা কোন সংঘাত সংঘর্ষ বা ভোট কারচুপি নয় প্রার্থীর গ্রহণযোগ্যতার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা।