info@desherkhabor24.com

+8801821554477

লালমনিরহাটে সোয়াবের রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ

image for লালমনিরহাটে সোয়াবের রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে ও সোশ্যাল এজেন্সি ওয়েল ফেয়ার অ্যাডভান্সমেন্ট ফর বাংলাদেশ (সোয়াব) এর পক্ষ থেকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে চারশত পরিবারের মাঝে ৪০০ পরিবারকে ৫১০০  টাকার মোট ২১ লক্ষ টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

‎আজ শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দুপরের পর জেলার পাটগ্রাম উপজেলার জসমুদ্দিন সরকারী কলেজ মাঠে এসব পর্ণসামগ্রী বিতরণ করা হয়।  

‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য ও লালমনিরহাট এক আসনের জামায়াতী ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ও জামায়াতে ইসলামীর সদস্যরা।

‎আরও উপস্তিত ছিলেন সওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও স্বেচ্ছাসেবীরা। 

‎এসব উপহার সামগ্রী পেয়ে সুবিধাভুগী পরিবার গুলো জামায়াতী ইসলামী ও সোয়াবের প্রসংসা করেন।