info@desherkhabor24.com

+8801821554477

ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীন বরণ

image for ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীন বরণ

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী হুমায়রা বেগ লামিয়া।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকা-ে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন। তারা বিশেষ কোন একটি বিদেশি ভাষা শিখতে পারেন, যা তাদের জীবনের পরবর্তী সময়ে কাজে আসতে পারে। ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য বিভাগীয় অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন বর্ষের ১১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।