মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের
কালকিনিতে একটি শপিং মলে আসা একজন নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক
টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে
পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার দুপুরে পৌর এলাকার থানার মোড়ের
সাথে লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ওই নারী
ছিনতাইকারীদেরকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা
বেগম-(২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির
বেদে সম্প্রদায়ের সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডন
শপিং মলে মার্কেট করতে আসা একজন নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক
টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওই ছিনতাইকারীরা।
এসময় বিষয়টি দেখতে পেয়ে
স্থানীয়রা তাদেরকে হাতে-নাতে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর
করেন। এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল
হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ
ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।