info@desherkhabor24.com

+8801821554477

ফরিদপুরে ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের বাৎসরিক উরশ সম্পন্ন

image for ফরিদপুরে ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের বাৎসরিক উরশ সম্পন্ন

মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি:

পিরানে পীর দস্তগীর ফানা ফিল্লাহ, বাকা বিল্লা, অলীয়ে কামেলীন মাওলানা হযরত খাজা শাহ সুফি আব্দুর রহমান আল চিশতী নিজামী ,উনহুকা আশেকিন খলিফা রামুজে, আরেফ বিল্লা, ফানা ফিল্লা,বাকা বিল্লা,অলী আল্লাহ  হযরত খাজা শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতী নিজামীর স্মরণে ৪০ তম বাৎসরিক উরশ রবিবার (৯ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুর শহরের ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফে অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে দিনব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত,বাদ মাগরিব ওয়াজ নসিয়ত,জিকির আসগর,বাদ এশা ধর্মীয় আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের গদীনশীন পীর হযরত খাজা শাহ্ সুফী মো: আব্দুস সামাদ আল চিশতী নিজামীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী আল- চিশতী নিজামী,বাখুন্ডা দরবার শরীফের পীর সাহেব সুফী  মজিদ আল- চিশতী  নিজামী,ডোমরাকান্দি দরবার শরীফের পীর সাহেব সাজ্জাদ হোসেন রনী আল-চিশতী সাবেরী।এসময় পীরজাদা মো: সাহিদ মোল্লা আল চিশতী নিজামীসহ ভক্ত ও আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন ।

 রাতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী আল- চিশতী নিজামী,

পরে তবারক বিতরন করা হয়।