মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
"অর্থনৈতিক
শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ নিন" এই প্রতিপাদ্যকে
সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শেষ হয়েছে
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির প্রশিক্ষণ।
জানা
যায়, গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত ৪
দিনব্যাপি তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১০৭ জন যাদের মধ্যে ১৮
সুপারভাইজার ও ৮৯ তথ্য সংগ্রহকারী হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলা
পরিসংখ্যান অফিসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার-রবিবার প্রতিদিন সকাল ৯টা
থেকে বিকাল ৫টা পর্যন্ত তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে এ প্রশিক্ষণ
দেওয়া হয়। যার প্রশিক্ষক হিসেবে ছিলেন দু'জন দক্ষ জোনাল অফিসার হাসান মো.
ফরহাদ ভূঁইয়া ও আশরাফুল ইসলাম।
প্রশিক্ষণার্থীগণ
আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত স্ব স্ব এরিয়ায়
প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
প্রশিক্ষণের
শেষ দিন অর্থনৈতিক শুমারির কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী অফিসার জনাব মো.
মহিদুল ইসলাম উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান
করেন।
তিনি বলেন, দেশের
অর্থ-সামাজিক অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে থাকে। বিবিএস কর্তৃক পরিচালিত
শুমারিসমূহের মধ্যে অর্থনৈতিক শুমারি অন্যতম। বর্তমান শুমারিটি দেশের ৪র্থ
অর্থনৈতিক শুমারি। শুমারিটি আগস্টে প্রথম লিস্টিং এর করা হয়। এখন মূল
শুমারির কাজ হবে।
তিনি উপজেলার সকল নাগরিককে তথ্য দিয়ে সহযোগিতা ও বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান।