মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“তাড়াইলে জ্যামের ভুগান্তিতে অতিষ্ঠ পথযাত্রী” শিরোনামে সংবাদ
প্রকামের পর দিনই অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে তাড়াইল উপজেলা
প্রশাসন।
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারের যানজট যেন উপজেলাবাসীর নিত্যদিনের সঙ্গী।
উপজেলার সামনে সকাল ৯ ঘটিকা থেকে রাত ৭-৮ ঘটিকা পর্যন্ত লাগাতার জ্যামের
কারণে পথ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জনগণ রোগী নিয়ে সময়মত যেতে পারে না
হাসপাতালে। সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারে না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
এ নিয়ে দেশের খবর২৪ গতকাল একটি সংবাদ প্রকাশের পর ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আবুবক্কর সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয়
অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান।
সহকারী কমিশনার
(ভূমি) মো. হাবেল উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে
উপজেলার সামনে থেকে তাড়াইল সদর বাজারের পুরতান ডাকবাংলা রোড পর্যন্ত
রাস্তার দু’পাশে
গড়ে উঠা
সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সাথে ভ্রাম্যমান আদালতে ৫ জন ব্যবসায়ীকে
১৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। স্থাপনা উচ্ছেদে একপর্যায়ে ভেকু আনা হয়।
এ
বিষয়ে
উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, কিছু অসাধু ব্যক্তি সরকারি
জায়গা দখল করে দোকানপাট তৈরি করে কৃত্রিম জ্যামের সৃষ্টি করছে। এক সপ্তাহ
পূর্বে মাইকিং করে সকলকে জানিয়ে দিয়েছি কিন্তু তারা কোনো নির্দেশনা মানছে
না। ফলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সকল স্থাপনা উচ্ছেদ করছি। যানজট
নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।