info@desherkhabor24.com

+8801821554477

সামসুন্নাহার স্কুলের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

image for সামসুন্নাহার স্কুলের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শহরের মাধ্যমিক স্তরের অন্যতম নারী বিদ্যাপীঠ সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বিদ্যালয়ে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতি দাস এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন আক্তার, আশিক-উল ইসলাম ভূঁইয়া এবং মাহমুদুল মান্নান ভূঁইয়া। ক্রীড়া অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক সানজিদা আক্তার, সুরঞ্জন পান্ডে এবং দ্বিজেন্দ্র নাথ মন্ডল।

যাদের সার্বিক সহযোগিতায় ক্রীড়া অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয় তারা হলেন- সহকারী শিক্ষক মোঃ আলী আব্বাস, মোঃ গোলাম হোসাইন, নাঈমুল ইসলাম, সৈয়দা নাইয়েরা মিশকাত, হোসনে আরা নাজনীন তাসলিমা খানম, মাসুদা বেগম, মাহমুদা আক্তার, ডালিয়া আক্তার, বিভাস চন্দ্র বিশ্বাস, শুক্লা রানী বর্মন, নুরেন ফান্না বিথী, অতিথি শিক্ষক লিজা আক্তার এবং আব্দুস সামাদ প্রমুখ।