info@desherkhabor24.com
+8801821554477
ঢাবি প্রতিনিধি:
চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মহাপরিচালক ড. ফুজিয়াং ইউ-এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ড. জিয়ানসি ডং, ড. ডাকুই ওয়াং, ড. ইউয়ানয়ং গাও এবং ড. জংচেন ওয়াং।
উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, অধ্যাপক ড. মো. জোবায়ের আলম, ভিজিটিং প্রফেসর ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো এবং বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মধ্যে সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে চলমান যৌথ শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি যৌথ পূর্বাভাস কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করা হয়। সমুদ্রবিদ্যা, জলবায়ু পরিবর্তন, আবহাওয়া, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আরও গতিশীল করার উপর তারা গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
Subscribe to our newsletter and never miss an update! Get the latest news, exclusive insights, and special offers delivered straight to your inbox. Join our community today and be the first to know about exciting developments!
Copyright © Desherkhabor24 All Rights Reserved